স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বালিয়াডাংগী উপজেলা আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। দেশের ইতিহাসে প্রথম সিইসি হিসেবে সরাসরি সম্প্রচারে জাতির উদ্দেশে জানালেন, নতুন বছরের শুরুতেই- ৭ জানুয়ারি দেশের ৩০০ সংসদীয় আসনে ভোটের আয়োজন হবে। তিনি নির্বাচনের তারিখ ঘোষণার দেওয়ার পর পরেই শ্লোগানে শ্লোগানে আনন্দ মিছিল করেছে দলের নেতা কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু, সাংগঠনিক সম্পাদক মমিরুল ইসলাম সুমন, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য সফিকুল ইসলাম ও আওয়ামী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply