নিজস্ব প্রতিবেদকঃ
১১ নভেম্বর ২০২৩ (শনিবার) সকালে হরিপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উপস্থিতিতে এক বিশাল আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা ব্যানার ও ফেস্টুন সংবলিত মিছিল নিয়ে হরিপুর উপজেলায় এসে একত্রিত হয় এবং এক পর্যায়ে বিশাল জনসমাবেশে পরিনত হয়।
পরে নেতা কর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।এসময় উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা যুবলীগের সভাপতি নজ্রুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক আজাদ আলী প্রমুখ।
Leave a Reply